বিধাতার অভিপ্রায় সৃজিল মানব
অজানায় সুখকর হর্ষ অভিনব।
নিষিদ্ধ গন্ধম শোভা করে সর্বনাশ
বেদনার নির্বাসন ব্যর্থ অবকাশ।
নিয়তির রুদ্ধকর প্রগাঢ় বাসনা
ভাবনার খোপঘরে প্রহর গণনা।
পিপাসা সম্বল করে পাথর হৃদয়ে
যাতনায় আরাধনা নয়ন ভিজিয়ে।
অটল বিশ্বাস ছিল বনিতার ভুলে
অশ্রুঝরে বন্ধনায় আর্স্য অন্তরালে।
ললাটের পূর্ণতায় সিক্ত ভালবাসা
সুগভীর ফুলরাশি ফুটায়েছে আশা।
হৃদয়ে রক্তক্ষরণ অবুঝ ভাষায়
অবিরত পুড়ে মন হলে অনুপায়।