সুনিবিড় ভাললাগা অন্তরে উদয়
সঁপে দেই অপেক্ষার আকুন্ঠ হৃদয়।
অনিদ্রার কালোরাত ঝরায় শিশির
ভেস্তে যায় সুরালাপ প্রবাহ আঁখির।
আশ্রয়ী কল্পনা যাতনায় আনচান
মুছে দেয় স্বপ্নচিহ্ণ তার মূল্য দান।
ভাস্মর নয়নে দেখি বিরহিয়া চর
হৃদয়তা উপহার নিমিষেই পর।
ভুলপথে দীপ জেলে প্রেমগীত বৃথা
কামনার ফুলগুলো স্মৃতিচারে গাঁথা।
নিদাঘ পাথার শোকে অতৃপ্ত নিঃশ্বাস
ছত্রভঙ্গ মেঘময় প্রিয়তী আশ্বাস।
তার প্রেম বুকে রাখি অনৃত শিখরে
বৃথা অভিরুচি হৃদ নিষ্ফল অঙ্গারে।