ঘুমহীন শূন‌্যতায় ভরা আখি জল!
রজনী ভরা আঁধার হ‌য়ে‌ছে বিফল।
প্রিয় ভে‌বে দান ক‌রিয়া‌ছি যত ফুল।
নিরবতা নিয়ে আসে তব তার ভুল।

প্রিয় হ‌য়ে আ‌সে সব বিস্ময় সাধনা!
সকল আশায় জীবন দয়া বিড়ম্বনা।
নি‌শি তব ফি‌রে আ‌সে নয় ভু‌লিবার
প্রিয়তা হ‌য়ে উ‌ঠে‌নি হ‌লে অ‌ভিসার।

ভরা জল ঝ‌রে প‌ড়ে বিনা অপরা‌ধ
লেন‌দেন অ‌ভিসার হৃদ‌য়ে বিষাদ।
খ‌ন্ডিত হ‌য়ে‌ছে মন উ‌ড়ে নী‌ল দে‌শে
স্মৃ‌তিতায় রে‌খে যায় করুণ পিয়া‌সে।

এক রাত চম‌কিত হলো অবসান!
আধা‌রের সব নি‌শি হয়তো সমান।