খন্ডিত হৃদয় নিয়ে কেঁদে যাই ভুলে!
আপন করি কষ্টকে একলা নিরলে।
কোন ভুলে মুছে গেলো প্রিয়তির মন
জীবন্ত সমাধি হয়ে পাড়ি প্রতি ক্ষণ।
অতীত দিনের স্মৃতি ফিরবেনা জানি
ফুল যদি কাঁটা হবে কেন নেয় মানি?
আমি আজ দূরে তার সেই প্রিয় হতে!
আকুল বেদনা যেন আপন সমাধিতে।
মায়া ভরা দিন গুলো অবেলার সাথী
প্রিয় কেন হয়ে ছিলে ক্ষণিকের ভাতি?
অনুরাগ বুঝি আজ মিথ্যে সব আশা
যাতনায় দিন যায় মিছে ভালোবাসা।
ভুল বুঝে রেখে গেছে হৃদয়ের ঋণ
মিথ্যে পরশ তাহার যত যায় দিন।
অন্তরে অগ্নি প্রবাহ প্রিয় নাহি ভুলি
তব তার ছবি যেন মায়া ভেবে চলি।
টুকরো স্মৃতির চেতন বহুদিন পরে
ছায়াময় দিন যায় একলা আঁধারে।
থাকে দূরে তবু মনে রাখি প্রিয়জন
আমার নেই ছলনা আছে এক মন।