তুচ্ছ আশা বাধা মনে এক শয়তান
তার বিবেকেই চিনে না পবিত্র স্থান।
অন্তরে সে আদিরুপ চুঁপে কেদে যায়
ধ্বংস করে মানব জড়ায়ে মিথ্যায়।
ধর্মের বাণী শুনেনা করে নাস্তিকতা
মদ পানে খুশি হয় তার স্বার্থকতা।
ফ্যাসাদ সৃষ্টির চিত্র সে আঁকে গোপনে
সৎকাজে চোখ তার কান্না হয়ে ঝড়ে
সব ছেড়ে লজ্জা নিয়ে পালাবে যেদিন
ধরণী হবে সুখের খুশিতে সেদিন।
দুর্ভ্যাগা শয়তান! ঐ রুপে কতকাল?
বুকে তোর জালা নিয়ে হবে ইন্তেকাল।
মধুর সব ছলনা তোর তো নিশানা
আত্মগৌরব ছেড়ে দে রে করি কামনা।
-সনেট