কিছু লিখতে পারিনি হৃদয়ে আগ্নির
প্রবাহ বাড়ে দ্বিগুন। করে জ্বালাতন।
আমি আকুল বেশেই নত করি শির
বেঁচে থাকার আলম্ব একাকীত্ব মন।
জীবন স্রোত চলছে নিরলে নিঠুর
শোকাহত উদ্দামতা বাড়ায় যাতন।
অপত্য উদাস বেলা বেমানান সুর!
কুন্দিত চেতনা ভরে নিরব মনন।
কত অশ্রু মুছে গেলো বিস্মৃত সময়
কেউ জানতে চায়নি প্রবৃত্তির ভাষা।
পিয়াসা প্লুষ্ট হয়েছে জাগে মনে ভয়
তার পর বেঁচে থাকা মিছে হয় আশা।
ক্ষনিক বাসনা ভরা ধ্বস্ত অবহেলা!
শঙ্কিল মনন ভরে কেটে যায় বেলা।