নিশিথে ফুটেছে ফুল অনুরাগ নিয়ে
সাজাবো ভুবন তব হৃদয়তা দিয়ে।
প্রিয়তির কাছে তাই ফিরে যায় মন
হাতছানি দিয়ে ডাকি নাহি অকারণ।
কাঁদিবে মনন জেনে পিয়াসায় বাঁধি
চলে যায় দিনগুলো অচেনারে ভাবি।
চাতক পাখির মতো বুকে বাঁধা আশা!
চঞ্চলতা স্বপ্নগুলো জন্মায় পিয়াসা।
যত্নে রাখা অভিমান অব্যক্ত হৃদয়!
প্রতিশ্রুতি মৃত্যু হল রেখে পরাজয়।
সত্যিই অন্তর জানে প্রিয়তি নিঠুর!
জোসনায় বিষ নামে বেদনা বিধুর।
তার দেখা নাহি পাই থাকে নীরবতা
অনিদ্রায় ভেবে যাই স্বপনের কথা।