সত্যের বন্ধন পূর্ণ সত্য দৈবজাত!
সংক্কর্তা যপকারী মুক্ত আঁখিপাত।
বাড়িতেছে সমুত্থান ছদ্ম মতভেদ!
এক সৃষ্টে আগমনী বৃথায় বিভেদ।
পরাস্ত আত্মায় রেষ ঐশ অন্তরাল
অসামীপ্য কল্পনায় যায় দিনকাল।
ধর্মও হয় অধর্ম ভ্রান্তি পথে গেলে!
দৈনতা রচে অদৃষ্টে অপ্রকৃত ফলে।
সত্যাশ্রয়ী নহে মনে পথে অসুগম
অন্তর্দাহে যাচে তাহা রয় নিরুপম।
নিত্যমুক্ত দেয় মুক্তি সত্যময় হলে
দেষশীলা হয় যদি মধু ভরে জলে।
অদৃশ্য দেয়ালে পথ হলে নেহারণ!
আত্মা তার পরিত্রাহী ধ্বস্ত আমরণ।