অনুভবে খোঁজরত যাচে মরমীয়া
রহস্যের তত্বজ্ঞান একীকৃত হিয়া।
ইশ্বর তথা বিশ্বাসে নাহি অবলোক
জীন আর মনুষ্যের হৃদে জাতরূপ।
সৃষ্টিরাজ্য বিধাতার রহস্য দরিয়া!
অক্ষিগত স্বল্পতায় ধরা নিকড়িয়া।
সেথায় খুঁজিতে তথা যেতে বহুদূর
লুকায়িত তত্ত্ব সব মানুষের ঘোর।
বিশ্বাসের কল্পবাসে নাহি সংশয়
উপমান কাছে তার হয় অসদয়।
গভীর রহস্যে তথা প্রেমগাঁথা সৃষ্টি
আনুরূপ্য বৃথাতায় অদেখায় দৃষ্টি।
দিব্যচক্ষু খুলে তুষ্ট পাড়ি দীনমান
অদৃশ্যের অন্বেষণে শুধু আশাবান।