বুকের খাঁচায় পু‌ষি অ‌চিন যন্ত্রণা
চ‌লে যায় দিনমান তিক্ত হীনমনা।
পাষা‌ণের সেই স্মৃ‌তি ভা‌রিময় রয়
না‌হি তার সমরূপ অজানা নির্দয়।

অবুঝে কাঙ্গা‌ল ধার যা‌চে নরাধম
কেন তা‌রে বু‌কে বাঁধা একত্ব অধম।
অ‌ভিলাষী ভরা মন শপ্ত অনু‌লেহ!
মননে জ‌ন্মে বিষদ পু‌ড়ে যায় দেহ।

অ‌চেনা‌র অনুরাগ বু‌কে বাঁধা বৃথা
নয়‌নের ঝরা জ‌লে সুপ্ত হৃদয়তা।
শূন‌্যতায় প‌রে ম‌রে বেদনায় স্মৃ‌তি
বক্ষে ভাবন পরাস্ত ক্ষণকাল প্রী‌তি।

আশার ছ‌লে পতন ভা‌তি ছায়াময়!
‌নিঠুরতা ভরে আসে স‌া‌থে রয় ভয়।