মায়াভরা কেশবতী ক‌রে বিচলন!
নির‌ব‌ধি তার খুঁজে অতন্দ্রা নয়ন।
নিরাহার অভা‌গিয়া হয় উছ‌লিয়া!
দিনরাত স্বকীয়তা উঠে চম‌কিয়া।

ক্ষীণ অ‌ভিলাষ মন সাধ বাদী রয়!
সদাশয় আঁখিপাত লালসী নির্দয়।
অনাদ‌রে দিনমান বৃথা আর্তনাদ!
অশ্রুজলে সং‌বিত যায় নি‌শিরাত।

ভুল অ‌ভি‌ষ্ট হৃদয় গোপ‌নে আপন!
নিরাশায় অনুরাগে মন কাড়ে ধন।
জীবনের স্মৃ‌তি রয় সেই অ‌ভিসার!
দীনতায় আকুলতা রা‌খে হিয়াভার।

অকরুণা আবে‌গের মোহভ‌রা হা‌সি
রহ‌স্যের সৃ‌ষ্টি মা‌ঝে তারা অ‌বিশ্বাসী।