রাত্রিভরা জোসনায় খুলে বাতায়ন
বিচলিত আঁখি দুটি করে অন্বেষণ।
কিসের বাঁধনে যেন বেঁঁধেছে হৃদয়
শংকিত কল্পবাস হয়েছে নির্দয়।
একাকী নির্জন ভাবি অচেনারে পাশে
স্বপ্নের মায়াবী নিশি জড়ায় আবেশে।
ছায়াহীন দুটি পাখি ব্যকুলতা ভার
পিপাসার অবসান সাথী ফুলদ্বার।
আবদ্ধ যন্ত্রণা শুরু ললাটের খেলা
বিমুখতা আপনায় হলো কালবেলা।
বেহায়া নিষ্ফল প্রীতি মনে বারবার
অভিরুচি একাকীত্বে হয়েছে পাথার।
অব্যক্ত গোপন ভুল বিচ্ছেদের ভাতি
নারীকুল কেন হয় অবেলায় সাথী?