আশাবান ভরা বুকে নিরাশ জনন!
বাসনায় ভুল পথ খুঁজে ফিরে মন।
দিনগুলো অবসিত মিছে অবিকল
অভিঘাতী মন সাধে শুভ নয় ফল।
প্রীতিময়ী নিশিথের প্রিয়তি আবাস!
পিয়াসা ভরা মিলন করে কল্প বাস।
অকরণি রুদ্ধশ্বাসে অনুরাগী ভাতি!
আলো হয় ছায়াময় বৃথাতায় স্মৃতি।
পরাহত অভিমান প্রিয়তি বিলাপ!
বিরহিয়া অকারণ প্রীতির অভাব।
জল ভরা দুটি আখি অপূর্ণ হৃদয়!
স্মৃতি জাগা পরিণামে সুপ্ততায় রয়।
জীবনের অনুগতি যত ভুল আশা!
স্বপ্ন হয় অবাঞ্ছিত মিথ্যে ভালবাসা।