ভু‌লে গে‌ছি আমি তার ভুল প‌রিচয়
ক্ষম‌য়িতা তার স্মৃ‌তি তব মায়াময়।
কতরাত গত হলো অ‌ঝোর ক্রন্দন
কুষ্ট ভারে এক ঘোর সুরে ব‌হে মন।

ভু‌লে‌ছে পুরা‌নো কথা মৎসর স্মৃ‌তি
ছায়াময় ক‌রে তব না‌হি আর ভা‌তি।
আর্তনাদ! বিষবৃক্ষ স্নেহ‌তে রোপন!
অবে‌গের শত ফুল অঘ্রা‌ণে আপন।

ব‌াসনারা চম‌কিত ভুল কাম‌্য ক‌রে
সমা‌ধিস্থ নন্দ সম ক্লিষ্ট ভরা প‌রে।
ব‌্যর্থ শীলতা সেথায় শূন‌্য হতাশায়!
মি‌ছে অনুরাগ তব চ‌কিত মায়ায়।

নিনা‌দিত অ‌গ্নিজালে বৃথায় দাহন
‌বিস্ম‌য়ের হৃদতায় অ‌চেনা আপন।