সৃষ্টিসেরা জীব নফসের অধিকারী
কর্ম করে কল্পনীয় আয়ুজান পাড়ি।
লোভের কুফল আর তুষ্টির সুফল!
এই রীতি ভবলোকে করে চলাচল।
ইচ্ছা আপন নিয়মে কর্মফল পায়
হিসেবের পরকালে একীভাব দায়।
বিচার কার্য যেদিন অনুষ্ঠিত হবে
শুদ্ধমতী নফস'রা অবন্ধিত রবে।
পরম আত্মার পূর্ণ জীবনের কথা
ফলদায়ী মনসাধ লিখনীয় তথা।
নফসের অভিপ্রায়ে ক্ষতপূর্ণ মন
অসদয় মনোরথে বৃথায় জীবন।
উৎরোল পরিণতি হলে প্রবণতা
নৈকষ্যর জরাধন রয় অক্ষুন্নতা।