সহসায় জাগরিত স্মৃতি অনাচার!
শংকিত আঁখি দুটি বিচলিত ভার।
অজানায় জন্মঋণ আকুল বিশ্বাস
দুষ্কৃতির প্রতিদিন পাড়ি অনায়াস।
পুরানো হয় পৃথীবী হৃদ চিন্তাপর
প্রতীক্ষায় আচ্ছাদন বাঁধাহীন ঘর।
শোভাময় দেহভার চলে যায় দিন
পিয়াসায় স্বর্গবাস সেজেছে রঙ্গিন।
স্বপ্ন বুনে সন্দেহের বিচিত্র মধুর!
অনুভূতি হয় তার অনিদ্রায় ভোর।
জীবনের ভুলগুলো হয়েছে আপন!
মূল্যহীন পরিতাপ করি নিবেদন!
এভাবেই নিভে যাবে পরমায়ু ভাতি
নির্বাসিত দেহে হবে নিষুপ্তির সাথী।