করুণতা ভাবনায় প্রিয় মন যাচে!
ঘুমহীন রজনীতে বাতায়ন পাশে।
শিয়রে প্রদীপ জ্বেলে ভাবি নিরালায়!
ভাগ্যকাশে আর্তনাদ কেন প্রতীক্ষায়।
নিয়তির নির্দয়তা ভোর প্রতিদিন!
হৃদশোকে দহনীয় ভাললাগা ঋণ।
মনে হয় স্মৃতিগুলো নয়নে ভাসন্ত।
ভুল পথে কমনীয় বৃথা প্রাণবন্ত।
নিষ্ফল অষ্টব্য গুলো অভিঘাতী রয়!
বিষন্নতা নিষ্করুন ফলে অসদয়।
আর কত পরাহত জীবনের কাছে?
অশ্রুপাতে ভবিতব্য বিমোচন মিছে।
মননে আহেয় জন্মে ভ্রান্তির স্মরণ!
প্রতিরাত অনিদ্রায় নিস্তব্ধ বরণ।