শূন্যতা হৃদয় ভরে দীনতায় বাঁচে
প্রিয়হীন আঁখি তবু অনুরাগ যাচে।
হিয়া মাঝে উছলিত সেই প্রিয়হারা!
বিনিদ্রায় রাত যায় নাহি কভু সাড়া।
প্রেমের কলঙ্ক হয় মোহমায়া মন!
শুকনো হৃদয় কেঁদে নীরব দহন।
নয়নের জল ঝরে বেদনায় ভরে
গত হয় দিনমান অভিমান করে।
মুগ্ধ এক ভোর বেলা স্বপ্নের মনন!
ঘুমঘোরে স্মৃতিতায় মিথ্যের ছলন।
মোছনীয় নয় তার জীবনের স্মৃতি
অসহায় ছিল তব প্রেম আর প্রীতি।
মননে মনন খুজে অভাগীয় কূল!
মিছেমায়া হাতছানি ফুল হয় ভুল।