দিনের আলো ফুরায় রাতে দীর্ঘশ্বাস
বিরহিয়া ভরা মনে শূন্যতা বিলাস।
আশার প্রদীপ জ্বলে হিমারতি ভরে
অন্দরের অট্টনাদে নয়ন অঝোরে।
ক্ষয়ে ক্ষয়ে এ হৃদয় হয় শোকানল
ব্যাথিত ব্যথায় ভরা আঁখিদ্বয় জল।
বেদনার পাশে বসি ভুলি অভিমান
উপেক্ষায় নিরসন একাকীত্ব দান।
আলোহীন দিনমান আর কত পাড়ি
পর হয়ে চলে যায় কেউ নহে দেরি।
অতীত স্মৃতির কথা ভাবি অগোচর
প্রীতিময় দিনগুলো হয়ে গেছে পর।
বিধিলিপি লিখা রয় সাথী অনালোক
রাতগুলো জাগরিত উছলিত শোক।