নির্ঘুম রজনী-নির্ঝর নয়নে
হৃদয়ে রক্তক্ষরণ!
ক্ষুধিত বিরহে-ব্যকুল মননে
প্রিয় কল্পিত বরণ।
অনন্য স্মৃতিতে-সুখের অতীতে
অভিলাষী মুখখানি!
অজানা পিয়াসে-ঘোর অনায়াসে
সু-নজরে হাতছানি।
প্রভাত সেদিন-নিষ্ঠুর দুর্দিন
জাগে মনে শিহরন!
বিগলিত অশ্রুফোটা-দোল প্রবলতা
নিশুতি করি স্মরণ।
বিষাক্ত জীবন-তিক্ত মধুবন
সকরুণ বেদনায়!
ভুল ভাঙ্গিবেনা-বৃথা আলপনা
সাদগুলো অনুপায়।
হৃদয় মানসে-ক্ষমার আবেশে
ভাবি যত প্রেমময়!
গত হয় নিশি-বৃথা পরিহাসি
আশাহীন রয়।