হৃদয়ের চক্রবাল ধৃত অজুহাত
সহসায় অপলকা শীলতা আঘাত।
চিত্তগাহে হিমরতি হয় প্রবরণ !
বাসনায় আকুলতা অনিষ্টাচারণ।
বৃথায় প্রণাদ শুরু তিক্ত ভরাতুর
রাত যায় তন্দ্রাহীন শূন্য আশাপুর।
মমতা বঞ্চিত প্রিয় আবেগের ভুল
অনুরাগ বৃথা হয়ে অনাদরে ফুল।
নেত্রজ্বলে উন্মজক অব্যক্ত চিন্ময়
রমনীর অনুসার নব অভিনয়।
প্রস্তর পূর্ণতা মন স্নেহ পরাজিত
আশাহীন নিবসন ইচ্ছা নিয়োজিত।
পরম মৃত্যু সেদিন প্রত্যাখান হতে
স্বাদগুলো একত্রিত নিনাদ স্মৃতিতে।