স্বপ্ন প্রিয় মননে কোমল বাসনা
সুখসম বিরাজিত তব অরাধনা।
যবে অন্তর মহল অটল সমাহে
সে সুখ! অমৃত আর উচ্ছাসের ফুলে।
বিরহে মন আড়াল হয় নিশিরাত
কামনায় জয়গান নয় অনুতাপ।
অন্ধিকা কাটে অনিদ্রা আড়ালিত হলো
মধুময় ফুলঘরে সহসায় আলো।
আঁখি ঝড়ে নিয়তির নিবিড় বিবাদ
ভরষা দূর অন্তরে সহস্র আঘাত।
শেষ ব্যাথা তব ছল প্রণয় দৃষ্টিতে
বিষসম জ্বালা হয় ক্রন্দন নিশ্বাসে।
সব স্মৃতি হৃদ তব নিশির দহন
অবেলায় ফুটে ফুল ব্যাথিত মনন।