প্রিয়নামে ডেকেছিলে আশার ছলনে!
মায়াভরা অশ্রু ছিল বিনিদ্রা নয়নে।
স্নিগ্ধ নীল স্বপ্নগুলো নিরবদ্য করি
অনুভবে প্রিয়জন ব্যাকুলতা ভরি ।
বিচরণ সেই স্মৃতি নিশিদিন ভুলে!
আলোময় জোসনার আঁখিপাত খুলে
বেদনার নিদারুন একাকী রজনী!
অনেক ছিল চাওয়া বিচ্ছেদ চাহিনি।
প্রিয় ডাক শুনিনি তব হৃদয় হতে !
ব্যার্থতায় ভরা বুক দারুন আবেগে।
অব্যাক্ত হৃদয়! যেন অবুঝ বিরহী
অচেনায় প্রিয়মুখ প্রীতি হয় নাহি।
হে প্রিয়মনি! একান্ত বসি নিরালায়!
বিস্ময়ে দেখেছি রূপ বিনাশী বিদায়।