কতদিন গেল কেউ রাখেনি খবর!
মনের মাটিতে দেয় জীবন্ত কবর।
নাহি ভাসে মনমাঝে কবরের স্মৃতি
কভু মুছে দিবে তব ক্ষণকাল প্রীতি।
জীবনের চলা যদি থেমে গত হয়
নাহি হবে খোঁজরত মনমাঝে ভয়।
এইভাবে সব দায় নিতে হয় একা
হৃদয়তা বৃথা হয় মন ভুলে দেখা।
মুছে যাবে সব ঋণ কোন একদিন
কেহই রাখেনি খোঁজ বিনা স্বার্থহীন।
এমন জীবন মান মানুষের কাছে!
একলা ছাড়া সবই হয়ে উঠে মিছে।
কত আর অসদয় মানব জীবন
দিন যত গত হয় ভুলে যায় মন।