সত্যের দীক্ষা লাভ যার মঝে নেই
অন্তরের কু-প্রবৃত্তি নিয়তি জেনেই।
ব্যার্থ যপ ভন্ডতা তার আরাধনা
অশ্রুজলে মিথ্যায় সব সাধনা।
নিন্দনীয় জন্মায় যার অভ্যাসে
অগ্নিময় আলোতে ভুল প্রয়াসে।
অনিদ্রায় তার নেপথ্যে দুষ্ট মনন
বিনয় ভক্তি না করে চরিত্র হনন।
পরসুখে হিংসা যার যথায় যেরূপ
আপন ঘড়ের হিসেবে থাকে চুপ।
মিথ্যায় জীবন তার সদায় নিবেদন
সত্য সাক্ষী সর্বক্ষণ দিলেই বেদন।
নশ্বর মানব জেনেই অগ্নিদুঃখ চায়
বিলাপের উন্মাদনা হয়েছে উপায়।