দেহের ভিতর আত্মা নিবিড় বসতি!
অনুভূতি বুঝে তার নিষুপ্তির সাথী।
নেই সমরূপ বিচ্ছেদের পরে লাশ!
আত্মা রবের আদেশ বৃথায় তালাশ।
দেহের নিষ্কৃতি হবে বিচারের দিন!
ইচ্ছা তার নয় মাফ শুধরিতে ঋণ।
অন্তরে গোপন কিণ্ব কাঁদিবে মনন!
নিজরূপে ইচ্ছাশক্তি অমোহ জনন।
পাপাসিক্ত মর্ত মন চয়িত বিচার!
পথহারা সেই জন নয় পারাপার।
মাটিতে স্ববিধ দেহ যথায় প্রয়াণ!
নফসের অবিভ্রান্ত হবে শাস্তিদান।
চিত্তপটে মৃত্যু নয় গাত্র অপাসন!
শাস্তি নেই কলেবর এককত্ব মন।