বারবার ফিরে আসি কিসের আশায়
মনভরা গ্লানিটুকো আজো মুছি নাই।
শতবার অভিলাষী নব প্রেমরূপ
স্বপ্নগুলো পরিঘাতী সহসায় চুপ।
বাসনারা চিৎকৃত রয় আত্মহারা
আঁখি দুটি নিরানন্দ বহে জলধারা।
আনচান মন ভাবে বসে নিরালায়
আকুলতা সমাহিত সেই হতাশায়।
তবুও আশার হৃদ জেগে পুলকিত
অনুরাগ জমা থাকে রূপে লুকায়িত।
নিদারুণ ভালবাসা মিছে আশাবান
কবে হবে শুভদৃষ্টি ভেঙ্গে অভিমান।
কতো আর দৈনদশা হৃদে অভিঘাত
আমি হই মুক্তিকামী বিনা অজুহাত।