ভেবেছিনু হৃদ মাঝে তারে চিরদিন!
মন কেড়ে হবো প্রিয় তার নিশিদিন।
বাসনায় ভেসে আসে নিরলে স্বপন!
ঝিলমিল রুপে মুগ্ধ ফুটেছিলো বন।
প্রেমালাপ মালা হয় ভরে নিরবতা!
প্রিয় রূপ ভাসে তার শত কল্পকথা।
কিশোরীর দিনক্ষণ না ভাবিয়া পায়
শপে দেয় মন তার ভরা প্রিয়তায়।
কেপে উঠেছে অন্তর বিরহীয় ভবে!
বাধা মন চেয়েছিলো প্রিয় হয়ে রবে।
সে পরশ অভিরাম! অনিদ্রায় রাতি!
অপরাধ মিশে যায় দূরে থাকে সাথী।
অপেক্ষায় ফিরে আসে যাতনা হৃদয়
কাটাময়ী ফুলগুলো শোকের পাথর।