ভবলোকে সংশ্রয় যাচে মর্মবাদ!
চাহে ত্রায়মান তব নহে সংঘাত।
হৃদয়ের অভিপ্রায় নিরবদ্য সাথী!
দূরদৃষ্টি অনুকার জ্বলমান ভাতি।
অদৃশ্য বিশ্বাসে ভক্ত বিমলতা মন
সর্ব কর্মে মুক্তি হয় ভক্তি তব জন।
নির্জিত আত্মায় কাঁদে হয় পথহীন
প্রপঁঞ্চিত দর্প ভরে প্রাণে অনধীন।
যাঞ্চাকারী জন্মনীয় স্রপাণে দ্বেষন
উন্মাদী হৃদয়ে করে ব্যর্থ অন্বেষণ।
মর্ম ছাড়া কর্ম ভ্রষ্ট করে আঁখিপাত!
অশ্রুজলে ভরা থাকে সংশয়ে রাত।
এক কালে অসময় জাগরিত হয়!
ভজনের ফল মান মিথ্যে তব রয়।