আত্মার বসতি দেহে রয়েছে গোপন!
ধরাছোয়া নাহি তারে হয়েছে আপন।
ইচ্ছায় আত্মা কল্প্য মানবক সাথী!
এই দুটির ভিন্ন রূপে জীবনের ভাতি।
দেহ সৃষ্টি শুরু থেকে চার মাস পার
মর্তের আঁধারে আত্মা দেয় অনাকার।
ঐশ্বরিক শক্তি বহে মাতৃগর্ভে আসে
মানবের চয়িত দেহ সহসায় ভাসে।
আত্মার জগৎ আছে প্রাণীর বাইরে
অভোল বাস শুভত্বে চিরন্তন ভরে।
নৈর্মল্য নিষ্কর্ষ প্রসূত গর্ভের সারত্ব!
সর্বব্যাপী চলনতা স্তিমিত নিরবদ্য।
নিদ্রিত হলে আত্মা দেহ হতে দূরে!
জননীয় হয় মনে শূন্য পথে উড়ে।
গোপনতা চিরকাল তার আগমন!
এককত্ব জনে জন জীবিত চেতন।
অজানারে খুঁজি যেন ধরে রাখিবার!
উড়ে গেলে নাহি দেখা হবে পরপার।
আদিকর্তা সৃষ্টি করে যত প্রাণ আছে!
চিরতরে চলে গেলে জাগতিক মিছে।