ইতালীর শিল্পীর মহান চিত্রকর্ম
মোনালিসার ছবিটি তার গূঢ়মর্ম।
পাইন কাঠের টুকরোতে আঁকা ছবি
সেই রহস্য আজও নেই মুলতবি।
মোনালিসার ঠোঁট আঁকা বারো বছরে
ষোলতেই পূর্ণরূপ দিলেন আদরে।
সদা হাস্য ছবিটিতে কাছে অনুতাপী
অজ্ঞতায় নারী মদ্দ রয় একরূপী
ভ্রু ছাড়া অলক্ষ্যে প্রগাঢ় চমকপ্রদ
শেষ করেনা বর্ণানা রূপ বিশারদ
সব চক্ষু ফাঁকি দিয়ে সেই ছবি চুরি
উদ্ধার করে অন্বেষণে অতি জরুরি
মার্জিত অভিরুচি লিওনার্দো ভিঞ্চির
ইতিহাসের মোনালিসা তাঁর সৃষ্টির।