সৃজিয়া উঠিল মোহ নিয়ে হৃদয়তা!
নিঠুরতা কাড়ে মন ফুলমালা গাঁথা।
উঁকি দেয় ভরা মোহ মনে বারবার!
দূরতায় রূপে তার করেছে উজার।
ভালবেসে অচেনারে শত বাসনায়!
অজানায় পুড়ে আসে হৃদ মমতায়।
মনভরা সেই মোহে আশা ভালবাসা
পরম যত্নের দিন জমেছে তিয়াসা।
কেটে যায় মোহ তার গত হয় দিন
মনে জমে অবহেলা প্রিয়তীর ঋণ।
শুকায়েছে ফুলমালা বৃথা কামনায়!
অনুরাগে কাঁদে হিয়া হয়ে নিরূপায়।
গোপনে ভরায় শোক ব্যাথার অন্তর!
মোহ ভরা মিছে মায়া হলো ক্ষণপর।