প্রিয়নবী আত্মজাত ক‌রি‌লো যে‌দিন
ধরাধাম দীপ্ত‌জ্জ্বোল হইলো সে‌দিন।
অল‌ঙ্ঘিত অধিরূপে ছি‌ল অনাবৃত!
জাত হ‌তে ছিল তি‌নি ‌চির প‌বি‌ত্রিত।

জাহা‌নের তেজোরূপ তি‌নি রহমত!
আলো‌কিত প্রণি‌ধান নেই তথা মত।
অন্তরজ্ঞ জাত নূ‌রে ক‌রে প্রকাশন!
দৃ‌ষ্টিজ্ঞান সুক্ষ হ‌লে বু‌ঝে উঠে মন।

অকলঙ্ক প্রাণবান সত‌্য আত্মমত!
শুদ্ধ‌চি‌ত্তে মুস‌লিম হয়ে‌ছে উম্মত।
অন্তর্দাহী সংকা‌শে লুকায় সত‌্যতা
মা‌টির স্বরূপ ভা‌বে ভু‌লের তুল‌্যত‌া।

স্রষ্টার সৃ‌ষ্টির মা‌ঝে ক‌রো আঁ‌খিপাত
র‌বিউল মা‌সে পা‌বে উদিত প্রজাত।