অভয়ের বানী নিয়ে এলো মহালয়া
পিতৃপক্ষ অবসান মাতৃ স্ব-হৃদয়া।
সাদা জলে তিলসহ অঞ্জলি অর্চনা
প্রতিপদ কল্পরম্ভা পূজার সূচনা।
গঙ্গার ঘাটে তর্পনে কন্ঠে চন্ডীপাঠ
দেবী দূর্গার বোধনে শারৎ প্রভাত।
মন্ত্র পাঠেই অর্পন সাদা জল হাতে
ব্রহ্ম হতে তৃণ তৃপ্তি হয় আপনাতে।
শুভরাম্ভ দেবীপক্ষ মহালয়া ক্ষণ !
আত্মাশান্তি প্রার্থনায় মুক্ত হয় মন।
অশ্রুত্যাগে শ্রাদ্ধ করে স্মৃতি জাগরণ
জীবনাস্ত সত্তাদের হৃদয়ে স্মরণ।
দেবীপক্ষ সন্ধিক্ষণ দূরে অন্ধকার
মহালয়ে সূত্রপাত শারদী পূজার।