পুষ্পিত নব মন তব ভালবাসায়
অদৃশ্য মায়া!উন্মাদ হই অজানায়।
সযতনে দেখে যাই চুপিসর মনে
আলো হয় রুপ ঝরে পরম আদরে।
ভেসে যায় অনুরাগ যাচি সে মননা
হিয়া ভরে ভয় হয় তব যে যাতনা।
হৃদয় সংশয় হলো!একাকী ভাবি
প্রতিক্ষার মোহমায়া সেই এক ছবি।
বেড়েছে অনিদ্রা উড়ায়েছি শুন্যে মন
সমাধি করি সবই যত আয়োজন
অভিমান ভরে যায় তৃষিত নয়ন।
যাতনার যতদিন রয় ঘুমঘোরে
গোপন শোক ভরে ব্যাথাময় অন্তরে
মনে রাখি প্রিয়জন! যবে ক্ষণপড়ে।