কথা যত বেশি হবে মোবাইল ফোনে
সখ্যতায় তত দূর নিভৃত গোপনে।
হৃদয়তা ছিল বেশি আগেকার দিনে
সহসায় ছিল সুখ প্রিয় আগমনে।
অদেখায় কথা হয় অতিশয় মনে
সত্য মিথ্যা ছড়াছড়ি সব আলাপনে।
পড়ালেখা রসাতলে নেশা একটাই
গড়ে উঠে প্রেম প্রীতি মনকে ভুলায়।
রাতভর ডুবে থাকে নেটের আড়ালে
কৃশকায় দেহ হয় ঘুম অবহেলে।
মনের দৈনতা বাড়ে গোপন কথায়
মোবাইল কিছু তার হয়ে আছে দায়।
প্রয়োজন যতটুকু ঠিক তাই চাই
অতিমাত্রা কেন হবে নিজেকে শুধাই!