বিধাতার ঘোর সৃ‌ষ্টি জীব‌দে‌হে প্রাণ
ক্ষ‌য়ে শেষ হয় তার সেই আয়ুজান।
ভাবলীলা সাঙ্গ ক‌রে মনুষ‌্য জীবন!
অ‌দেখায় এক রি‌তি হ‌য় সে মরণ।

অন্তর্যামী প্রাণ দেয় সা‌থে মৃত‌্যুময়!
অভা‌গীর নেই জা‌না ক‌বে তার ক্ষয়।
জ‌ন্মের সীমানা নেই প্রতি‌টি অতীত!
সমা‌ধি‌তে একে এক রয় দেহাতীত।

শেষ ঠিকানায় চির‌দিন নয় সংশয়!
দে‌হের মৃত‌্যু হয় আত্মার মৃত‌্যু নয়।
কব‌রের অন্ত‌র্দেশে অদৃশ‌্য আযাব!
অনুভ‌বে বুঝা দায় থাকে চুপচাপ।

ভিন্ন ধ‌র্মে ভিন্ন মত আযা‌বের কথা!
ভাবনার সমাধিটা যেনো প্রেমগাঁথা।