বিভোর ঘুমে আচ্ছন্ন স্বপ্নে নবরূপ
ভাবনার খোপঘরে প্রিয়তির মুখ।
অনুভূতি ভাললাগে ভেবে একমন
ক্ষণিক মৃদু পরশে জাগে শিহরণ।
একাকীত্ব কল্পবাস অজান্তে আঁধারে
প্রেম হয়ে উঠে যেন দুজনে অন্তরে।
মননে পিয়াসী কান্না কেটেছে প্রহর
তৃষ্ণার্ত হৃদয়ে ঘোর ছিল মনোহর।
আশার ভুবন ভরে দাবী ফিরিয়েছি
সুখনিদ্রা নিরাশার চঞ্চলা তামসী।
বৃথায় স্বপ্ন সৃজন লুকিয়ে অসত্য!
স্বাদপুড়া মনমাঝে তার প্রায়শ্চিত্ত।
মর্মাজালে আকুলতা ভরি স্বপ্নরাত!
অনাদর মিথ্যে ছল সোনালী প্রভাত।