সহসায় দেখা হ‌য় ভা‌বি প্রিয়রু‌প!
‌লি‌লি‌সিত নেত্র দু‌টি ভ‌রে টুপটুপ।
ফুল তব মালা হয় ত‌রি আশাভর!
অনুরা‌গে য‌ত কথা ছিল অ‌গোচর।

তব ভালবাসা যেন ধ‌রে রা‌খিবার!
বাগা‌নের ফুল ফু‌টে ব‌্যথা মু‌ছিবার।
জনম কা‌টিয়া যায় রা‌খে আপ‌নায়
চম‌কিত ভরা স্মৃ‌তি ক্ষ‌ণে উছলায়।

হৃদয়ে স্বপ্ন জে‌গে‌ছে আশায় নয়ন!
কতকাল চ‌লে গে‌ছে তার ভুলোমন।
পূর্ণতার সুখটুকো যেন নি‌য়ে গে‌ছে!
কাঁদা‌য়ে‌ছে রাত দিন মায়াভর মি‌ছে।

আঁখি দু‌টি ভরা রয় নি‌য়ে অশ্রুজল!
নিদ্রাহীনা রাত কা‌টে মি‌ছে হয় ফল।