চলে গেছে কতদিন নাই তার খোঁজ
ভাবনাতে জাগরিত সেই কথা রোজ
এইভাবে আকুলতা ক্ষণে ভাঙ্গে মন
ফুল ফুটে ঝরে যায় শুন্য পুষ্প বন।

কেঁদে কেঁদে ধু‌কে ম‌রে শত ব‌্যকুলতা!
পথ পা‌নে চে‌য়ে ভা‌বি তার স্মৃ‌তিকথা।
কোন ভু‌লে ফুল মালা নিঠুরতা ক‌রে!
না‌হি জা‌নি আমি তার নয়ন অ‌ঝো‌রে।

ব‌্যথাভর হৃদ ঘি‌রে ফি‌রে আসি নী‌ড়ে
কত কথা জ‌মে আছে একা পথ প‌রে।
মি‌ছে অ‌ভিলাষ ভ‌রি বৃথা পথ পা‌ড়ি!
কত রাত হ‌লো ভোর অশ্রুজল ভ‌রি।

অনুরা‌গে ভরা মন পাইনি‌তো দেখা।
মন না‌হি বু‌ঝে তার চ‌লে যায় একা!