ভুলে যেতে চাই আমি সেই পরিচয়
পাষাণের মত যার রূপ শোভাময়।
ক্ষুধিত হৃদয় যেন কাঁদে বারবার!
ব্যাকুল তৃষায় মন হয়েছে অসাড়।
নিদারুণ অবহেলে বাড়ে দীর্ঘশ্বাস!
নিথর হয়েছে সব সাধের উচ্ছাস।
শুকনো ফুলের গন্ধ শূন্যতায় ভুল
নিরাশার বালুচর বাসনায় দোল।
পরিচয়ে হলো যত হৃদে আঘাতন!
আকুলতা প্রেমহীন অশ্রু বিসর্জন।
বৃথা হলো অনুরাগ ঘিরে বিষন্নতা
অবসাদ প্রতিরাত নিরবধি ব্যথা।
মমতায় আবরণ খন্ডিত চেতন!
পরিচয়ে ভুল করে হৃদয় হরণ।