ইশ্বর চৈত্ত সৃজিলো করিয়া গোপন!
আলোয় আর আধার অন্তঃ আপন।
স্বান্ত নিরবে বন্ধন নাহি দেখা মিলে!
বসতি তার পিন্জরে সৃষ্ট হয়ে ফলে।
এষ্টব্য ভরে নিরবে যতো ব্যাকুলতা!
অভিশপ্ত হলে মর্ত মেনে নেয় কথা।
পিয়াসু ক্ষণে সঙ্কল্প হয়ে সে ইর্ষালু!
অন্দরে থাকে নিয়তি সহসা দয়ালু।
বৃথা আশে বিমোচন করে যায় মানা
লালস চেতনা ভরে চিত্তে করে হানা।
তব মুক্তি কর্ম তাকে আপনিতে পার
আনুরুপ্য হবে ভায়া সেই দেহে ভার।
নাহি দেখা মিলে তার নাহি সংকাশ!
একা মন অনালোকে করে যায় বাস।