অনাদ‌রে ফুলমালা রয় প্রতীক্ষায়
অব‌হেলা ভ‌রে মন নির‌বে শুকায়।
এক ঝাঁক ভাবনায় জা‌গে শিহরন!
আলোময় চো‌খে দে‌খে সংশয় মন।

দোলা দেয় অনুরাগ স্মৃ‌তির বিস্মৃ‌তি
ছলনায় রাখা ফু‌লে ছিল আত্মর‌তি।
লুকা‌নো স্বপ্নটা ভা‌সে ঘুমহীন চো‌খে
ব‌্যকুলতা তত বা‌ড়ে মায়াভরা রা‌তে।

আঁধার বিরহকাল আ‌লেয়ার পি‌ছে
অবরুদ্ধ ছন্দগু‌লো কল্পনায় র‌চে।
প্রতি‌টি খা‌মে গোপন যাতনার ভাষা
অ‌তিশয় ম‌নে ছিল প্রণ‌য়ের আশা।

আ‌বে‌গের মধ‌্যরা‌ত সিক্ত অনুভূ‌তি
পাঠ ক‌রি কল্পভ‌রে লিখা তব চি‌ঠি।