সেদিন আমি হাসপাতালের কেবিনে!
দেখে তুমি চলে গেলে একা আনমনে।
পরে আর খবর নেওনি সময় অভাবে
স্বপ্নভাঙ্গা মনে রই চাতক পাখি হয়ে।
ব্যকুল হৃদয় নিয়ে তোমাকে খুঁজেছি
অন্যায় কিছুই নাহি একাকী কেঁদেছি।
আর্তনাদে ভরাক্রান্ত ছিল যে বাতাস!
প্রকাশ্যে নীরবে দেখি কত উপহাস।
প্রিয়তি হয়ে উঠোনি কোনদিন পাশে
মন ভরা অভিলাষ মিছে হয়ে আসে।
নয়নে নিদ্রা জমেছে মনের অজান্তে
জেগে উঠে বিরূপতা হৃদয়ের প্রান্তে।
বিশ্বাসে সাদা কাগজ পূর্ণতায় আঁকি
শোকমালা যত ছিল জমা রাখি গাঁথি।