কর্মের সমৃদ্ধি ঘটে পবিত্রতা দিয়ে
ধ্যানের মাঝে পূর্ণতা একীকৃত হয়ে।
হৃদয় চক্ষু নিবিড় সৃজনীয় ভাতি
বিচলিত ইচ্ছাশক্তি ধ্যানযোগ্য সাথী।
কল্পিত পলকে ধরা কৈবল্য চেতন
পরিকাম্য মননের নিভে জ্বালাতন।
ধ্যানের আদি সূচনা অদৈবে অজানা
সীমানায় প্রতিভাস নিভৃত আস্তানা।
তপস্যায় কৃপাদৃষ্টি উন্মীলিত হয়
সহসায় অভিরতি নয় পরাজয়।
ধ্যানের মাঝে বসতি কাটকুট মন
যাচায়িত মহাপ্রাণে ইচ্ছার সাধন।
সত্যতায় ধ্যানকারী দৃঢ় গভীরত্ব
সাধনায় কৃতার্থিক গোপন সারত্ব।