চিকিৎসা ভিত্তি মতে অতি প্রয়োজন
ভেষজ ছাড়া অচল সব আয়োজন।
রান্নায় ব্যবহার অধিক গুণ তার
সুগন্ধী তৈরী আর স্বাদের আহার।
খাবারে এর মান সবজি আলাদা
সামান্য তার মাত্রায় কিছু মসল্লা।
অনেক ধর্মে ভেষজ আচার পালনে
তাদের মতে শুদ্ধতা পবিত্র অর্জনে।
শুকনো আর সতেজ ফুলের অংশে
প্রথম তার ব্যবহার সুমের বিকাশে।
জীব জগতে ভেষজের গুণ অনন্য
বর্তমানে বিরল প্রায় তার পণ্য।
চিরদিন পেয়ে যাবে মানব জীবনে
চাষ করিলে উপকার এর বন্ধনে।