উদাস দৃষ্টিতে বেলা ঐকার্থ নিঠুর!
অপ্রাপ্তির অনুভবে ভরা মায়াডোর।
দাঁড়িয়ে পথিক একা ইস্ট ভরা মন!
দিনগুলো অন্তহীন ভাবিছে আপন।
আঁকড়েছে তব মায়া প্রিয়তায় দূর!
আঁখি দুটি ছলছল ঝরায় অঝোর।
ভাবালুতা ভরে মন নিস্যন্দ রঙ্গিন
উদাস হৃদয়ে নীত, আশায় সুদিন।
পথিক ভাবনা ছেড়ে একদায় বসে!
তন্ময়তা মিছেময় রাখে তারে ঘিরে।
ইশ্বরের কাছে ইজ্য! করে সে সন্ধান
এক জীবনে অরাধ্য নাহি মূল্যদান।
পুনশ্চ! জীবনে তবু মায়াময় আশা!
আপন হয়ে অনেকে বাড়ায় হতাশা।