মাটির দ্বারা মানুষ সৃষ্টির ধারণা
ধরনীতে ভুল তথ্য বৃথা প্রচারণা।
মাটির সৃষ্টি আদম শুধু একজন
প্রাণকুল অন্যান্য মাটি হতে সৃজন।
লুতফা নামক পানি গোপন রহস্য
বিধাতার সুনজর জ্ঞানের অদৃশ্য।
প্রাণ হতে প্রাণ জন্ম জীবের আঁধারে
স্নেহরসে আলো করে দু-নয়ন ভরে।
অনুভব্য অপেক্ষায় বিধাতার দান
সাধনায় হৃদ খুঁজে আদি অন্ত মান।
নির্ভয় প্রেমের শেষে আত্মায় গৌরব
মনোবাঞ্ছা স্বার্থকতা মিথ্যে কলরব।
মাটির নির্যাস দেহে অনেষ্টায় আলো!
সেইজন অনাস্থায় যে জন নিদ্রালু।