মহান মানুষ তারা মনুষ্যত্বে যারা!
শুভপ্রদ পরিচয়ে সবচেয়ে সেরা।
মানুষ নামের দেহে ললাটের কথা
লিখনীয় দিনমান গড়ে সুখ ব্যথা।
অভিলাষী তুষ্টপথে সুখময়ী প্রাণ
সৃষ্টিকুলে পরিচয়ে তারা মহীয়ান।
আশায় দীনতা যার বহে স্মৃতিময়
অন্তরাত্মা অনুভবে করে কল্পক্ষয়।
শূন্যহস্তে একদিন এককত্বে বাস
তবুও হৃদে জনন বিফল বিলাস।
সমাধির সত্যপথ সত্য ঠিকানায়!
লুকায়িত চিরতরে শত যাতনায়।
শুভময় মনুষ্যত্বে জাগরিত প্রাণ!
সৃষ্টির সেরা মানুষ তথা সুমহান।
'অভিযাত্রিক-২০২৪'