স্বাদ গন্ধে জনপ্রিয় ফলের রাজা আম
নয়নে তার চিত্রকল্প মনে রাখে নাম।
গ্রীষ্মজুড়ে স্থির হয়ে গাছে আম পাকে
বাতাসে তার গন্ধ বহে রুপ ঝকঝকে।
নব্য কাচা আমে আছে শতগুন পুষ্টি
তৃষা মিটায় তার রসে মনের তুষ্টি।
স্মৃতিতে ফিরে আসে প্রতি বছর পরে
রঙ্গরসে প্রিয়ভোজ করে হৃদয় ভরে।
বহুবিধ প্রজাতির ভিন্ন আমের চাষ
বেশি ফলে মৌসুমে কিছু বারোমাস।
আম বাজারে! নিদারুণ বেদনার কথা
কিনে খায় টাকায় ফরমালিন অযথা।
আম! প্রকৃতির নিসর্গ কৃপাময়ী সৃষ্টি
শোভা পায় গাছেতে দেখে যায় দৃষ্টি।